• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ছাত্রলীগের দু‍‍পক্ষের সংঘর্ষে আহত লেখক ভট্টাচার্য


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২২, ০৩:৫১ পিএম
ছাত্রলীগের দু‍‍পক্ষের সংঘর্ষে আহত লেখক ভট্টাচার্য
ছবি: সংগৃহীত

রাজধানীতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রলীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদদীন হল ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেই সঙ্গে হাতাহাতি এবং পাথর ছোড়াছুড়ি হয়েছে তাদের মধ্যে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বেলা ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এসব ঘটনা ঘটে।

এ সময় হাতাহাতি থামাতে ঘটনাস্থলে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় এবং লেখক ভট্টাচার্য এলে পাত্তা পাননি তারাও। তাদের উপস্থিতিতেই এক পক্ষ আরেক পক্ষকে পাথর ছোড়ে।

একপর্যায়ে ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা-কর্মীর ছোড়া একটি পাথর লেখক ভট্টাচার্যের কপালে লাগে। পরে জসিম উদদীন হল ছাত্রলীগের নেতারা দুই হাত দিয়ে লেখকের মাথা রক্ষা করার চেষ্টা করে। এরপর হেলমেট পরে নেন লেখক ভট্টাচার্য। পরে ছাত্রলীগ সভাপতি এবং লেখক ভট্টাচার্যের চেষ্টায় সংঘর্ষ থামে।

Link copied!